ফারুক হোসেন ওমান থেকে:–
ওমানে কাজের মেয়ে এবং তার প্রেমিক মিলে খুন করে তার মালিক কে আর আহত করে তার বউকেও কিন্তু প্রানে বেঁচে যান মালিকের স্ত্রী! সালতানাত ওমানের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত দীপ এলাকা জাজিরাতুল মাছিরাতে বাংলাদেশী কর্তৃক ওমানী গৃহকর্তা কে খুন করার সংবাদ পাওয়া গেছে। নিহত ওমানী মাছিরাহ এলাকার একজন স্বনামধন্য ব্যবসায়ী এবং স্থানীয় এক মাদরাসার শিক্ষক।
আরো জানা যায়…
ওমান দীপঞ্চল মাছিরা এলাকায় এক বাংলাদেশি তার স্পন্সরের বাসায় বাঙালি কাজের মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, ঘটনা টি ওমানির হাতে ধরা খেলে তাকে বারণ করেন ওমানী। একপর্যায়ে বাঙ্গালী ওমানীর কথা না শুনলে তাকে পুলিশে দেওয়ার কথা বলে দেয়। বাঙ্গালী তার কাজের মেয়ে কে স্ত্রী দাবী করে দেশে পাঠিয়ে দিতে ওমানীর সাথে ঝগড়া বাধায়।
ওমানী বিমান চলাচল শুরু হলে পাঠিয়ে দিবে বলে ঘটনার ইতি টানতে চাইলেও বাঙ্গালী বলে এখুনি পাঠাতে হবে বলে জেদ ধরে জগডা শুরু করে দেয়।
ওমানী বলে বিমান না চললে কিভাবে পাঠাবো? বিমান চলাচল শুরু হলে আমি তোদের দুজন কে ক্যানসেল করে বাংলাদেশে পাঠিয়ে দিবো। তোমাদের কে আমি আর রাখবো না। তোমার যদি কারো সাথে লেনদেন থেকে থাকে তাহলে লকডাউন থাকাকালীন সময়ে তা কিলিয়ার করে নাও আর এয়ারপোর্ট ওপেন হলে তোমরা দুই জন কে বাংলাদেশে চলে যেতে হবে। এই কথা বলে দুই জন যার যার অবস্থানে ফিরে যায়।
গত ১১ই এপ্রিল দিবাগত রাতে ঐ বাঙ্গালী এবং কাজের মেয়ে দুইজনে মিলে যুক্তি পরামর্শ করে ঘুমন্ত অবস্থায় ওমানি কে জবাই করে হত্যা করে ফেলে। ঐ সময় ওমানীর স্ত্রী তার স্বামী কে বাচাতে এগিয়ে আসলে তাকেও হত্যার উদ্দেশ্য চুরি দিয়ে যখম করে দুই জন তারপর রাতেই তারা ঘর থেকে পালিয়ে যায়।
স্থানীয় থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে আহত মহিলা কে হাসপাতালে ভর্তি করান।
মাছিরা দিপাঞ্চল হওয়ায় তারা পালাতে গেলেও শেষমেষ ওমান রয়েল পুলিশের হাতে গ্রেফতার হন এই দুই নর নারী।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৬ মন্তব্য
Pingback: Le Bandit Slot
Pingback: รับฉีดโฟม
Pingback: สินค้ากิฟฟารีนทั้งหมด
Pingback: relx
Pingback: นำเข้ามอเตอร์ โบลเวอร์
Pingback: yarmok