প্রচ্ছদ / প্রচ্ছদ / প্রবাসীরা ভালো নেই!

প্রবাসীরা ভালো নেই!

সিএন নিউজ২৪.কম।

প্রবাসীরা ভালো নেই। তাদের কোম্পানী বন্ধ, কর্মী ছাঁটাই, বাইরে কাজ নেই, লক ডাউন, রুমে বন্দী, ব্যবসা বন্ধ, নিজে চলার পয়সাও নেই, সবসময় করোনা আতঙ্ক, নিজে মারা গেলে লাশটা দেশে যাবে কিনা সন্দেহ। অন্যদিকে কোন প্রিয়জনের মৃত্যুতে দেশে যাবার সুযোগটাও নেই কারণ নিরাপত্তার জন্য ফ্লাইট বন্ধ। প্রবাসীরা ক’দিন আগে নিজ দেশের বোঝা হলেও এখন নিজেই নিজের কাছে বোঝা, নিজেই চলতে হিমশিম খায়।

পুরো বিশ্ব আজ করোনা আতঙ্কে স্তব্ধ। লাশের সারি সারি দৃশ্য কতোই না কষ্টকর। যেখানে আজ আপনজনও লাশের কাছে আসে না। মহান আল্লাহ একমাত্র সহায়। মহান রাব্বুল আলামিন সকল প্রবাসী ও দেশে অবস্থানরত তাঁদের হৃদপিন্ডগুলোকে সুস্থ রাখুক আমিন। নতুন বছরে এই প্রার্থনা রইলো।

 

★ লেখকঃ- মোঃ মাঈন উদ্দীন (কুয়েত প্রবাসী) ।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …