প্রচ্ছদ / পার্বত্য চট্টগ্রাম / বান্দরবানে প্রধানমন্ত্রীর উপহার পেলেন পরিবহন শ্রমিকরা।

বান্দরবানে প্রধানমন্ত্রীর উপহার পেলেন পরিবহন শ্রমিকরা।

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,বান্দরবান প্রতিনিধিঃ

বান্দরবানে অসহায় পরিবহণ শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিল বান্দরবান জেলা প্রশাসন,আজ সোমবার সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বান্দরবানের বিভিন্ন পরিবহন সেক্টরের অসহায় দরিদ্র ব্যক্তিদের হাতে প্রধানমন্ত্রীর এই উপহার (খাদ্য সামগ্রী) তুলে দেন।

এসময় অন্যান্যদের মাঝে উপস্তিত ছিলেন জেলা প্রশাসক মাহাম্মদ দাউদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মা. শামীম হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মা.কামরজ্জামান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদর সদস্য কাজল কান্তি দাশ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, পৌর মেয়র মাহাম্মদ ইসলাম বেবী, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছসহ বান্দরবানের বিভিন্ন পরিবহনের চালক, হলপারসহ অসহায় শ্রমিকরা।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ ১০ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি পিয়াঁজ, ১ টি সাবান, আধা কেজি করে ডাল, লবণ, তল ৫ শত ১২ পরিবারর হাতে তুলে দেওয়া হয়।

বান্দরবানের জেলা প্রশাসনের সুত্র থেকে জানা যায়, করোনা ভাইরাস সংক্রামক প্রতিরােধে ঘরে অসহায় অবস্হায় জীবনযাপন করা অসহায় শ্রমিকদের কল্যাণে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার স্বরুপ আজ বান্দরবানের শৈলশোভা শ্রমিক ইউনিয়নকে ১২৫ প্যাকেট, লোকাল ট্রাক ও মিনি ট্রাক শ্রমিক ইউনিয়নকে ৮০ প্যাকেট, মাহিদ্র শ্রমিক ইউনিয়নকে ১০২ প্যাকেট, সিএনজি শ্রমিক ইউনিয়নকে ১০২ প্যাকেট, টমটম শ্রমিক ইউনিয়নকে ১০৩ প্যাকেটসহ সর্বমোট ৫১২ প্যাকেট খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৪ মন্তব্য