মোঃ মিনহাজুল ইসলাম ।
নড়াইলে করোনা ভাইরাসের জন্য চলা লকডাউনে কর্মহীন হয়ে পড়া মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন তরুণ সেচ্ছাসেবী ও স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মির্জা গালিব সতেজ।
নড়াইলে লকডাউন শুরু হবার পর থেকে কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য পরিবার। এদের মধ্যে নিম্নবিত্তরা অনেক জায়গায় গিয়ে ত্রাণ আনছেন। কিন্তু মধ্যবিত্তরা লোকলজ্জায় না পারছেন ত্রাণ আনতে, না পারছেন কাউকে দুর্দশার কথা জানাতে। তাই এসব মধ্যবিত্তদের জন্য হটলাইন চালু করেছেন তরুণ সেচ্ছাসেবী সতেজ। ফোন করে তাঁকে কেউ সমস্যার কথা জানালে তিনি ওই ব্যক্তির পরিচয় সম্পূর্ণ গোপন রেখে তার বাড়িতে গিয়ে পৌঁছে দিচ্ছেন চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
মির্জা গালিব সতেজ জানান, মানবসেবার মহান উদ্দেশ্যকে সামনে রেখে আমি আমার ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় হয়ে পড়া মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি। মধ্যবিত্তরা লোকলজ্জায় কোথাও যেতে পারেন না। তাই আমরা রাতের আধারে বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি। আমাদের এসব কর্মসূচি চলমান থাকবে।
জানা যায়, গত দুই সপ্তাহ ধরে মির্জা গালিব সতেজের নেতৃত্বে তার ফাউন্ডেশনের সদস্যরা খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম চালিয়ে আসছেন। এখন পর্যন্ত নড়াইলের শতাধিক নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উক্ত কর্মসূচি চলমান রয়েছে।
সূত্র জানায়, ২০১৭ সালের ১৪-ই ফেব্রুয়ারী নড়াইলে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন মির্জা গালিব সতেজ। এই সংগঠনটি মূলত অসহায় ছিন্নমূল শিশুদের নিয়ে কাজ করে থাকে। দুস্থ ও ছিন্নমূল শিশুদের শিক্ষার ব্যবস্থা করা, তাদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা, তাদের চিকিৎসাসেবা প্রদানসহ নানামুখী কল্যাণকর কার্যক্রম পালন করে সংগঠনটি।
উল্লেখ্য যে, স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও তরুণ সমাজসেবক মির্জা গালিব সতেজের বাড়ি নড়াইল পৌরসভার ৪ নং ওয়ার্ডের দুর্গাপুরে। তিনি ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অনার্স ৩য় বর্ষে অধ্যারত আছেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
