মোঃ মিনহাজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক।
নড়াইল জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সবুজের নেতৃত্বে সদর উপজেলার বিভিন্ন জায়গায় দেড় শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস ও সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনির দিকনির্দেশনায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
নড়াইলে করোনা ভাইরাসের জন্য চলা লকডাউনের ফলে কর্মহীন হয়ে বিপাকে পড়েছেন অসংখ্য নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবার। এসব পরিবারের নিকট নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন ছাত্রদল নেতারা। এসব খাদ্যসামগ্রীর ভেতর রয়েছে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ইত্যাদি।
উক্ত কর্মসূচির বিষয়ে মেহেদী হাসান সবুজ জানান,
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এবং খুলনা বিভাগীয় টিমের পরামর্শে আমরা অসহায় হয়ে পড়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছি। আমাদের এ সকল কর্মসূচি চলমান থাকবে।
খাদ্যসামগ্রী বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা হামিদুল হক তনু, রাজু কামাল, ইমরুল, ফরহাদ সর্দার প্রমুখ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে