মোঃ মিনহাজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক।
নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় করোনা ভাইরাসের জন্য চলা লকডাউনে কর্মহীন হয়ে পড়া চার শতাধিক নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে লোহাগড়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল। নড়াইল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সোহেল রানা লাক্সমি, যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান ও এস.এম গিয়াস উদ্দিন জুয়েলের নেতৃত্বে লোহাগড়া উপজেলার বিভিন্ন জায়গায় এসব খাদ্যসামগ্রী বিতরণ কাজ চলছে।
এসব খাদ্যসামগ্রী বিতরণকালে আরও উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা ছাত্রদল নেতা ফরহাদ আহমেদ, মুন্না, তাহমিদ, রিফাত, আমিনুর, রাব্বী, রবিন, হৃদয়।
সংগঠনটির সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে লোহাগড়া উপজেলায় অসহায় পরিবারগুলোর বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসব খাদ্যসামগ্রীর মাঝে রয়েছে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ ইত্যাদি।
আরও জানা যায়, লোহাগড়ায় প্রথম করোনা ভাইরাস আক্রান্ত হওয়া পরিবারসহ আশপাশের অসহায় পরিবারগুলোর মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ছাত্রদল নেতা তাইবুল হাসান।
এছাড়াও সংগঠনটির উদ্যোগে বিভিন্ন জায়গায় জীবাণুনাশক স্প্রে ছিটানো ও জনগণের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, সাবান, মাস্ক ইত্যাদি বিতরণ করা হয়েছে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: How demirtasinfo can help your business
Pingback: online bus ticket
Pingback: GoX scooter
Pingback: เสริมจมูกที่จีน
Pingback: blockchain news