প্রচ্ছদ / পার্বত্য চট্টগ্রাম / আলীকদম-লামা-ফাঁসিয়াখালী সড়কের ইয়াংছা আর্মি ক্যাম্প চেক পোস্টে জীবাণু নাশক স্প্রে মেশিন স্হাপন

আলীকদম-লামা-ফাঁসিয়াখালী সড়কের ইয়াংছা আর্মি ক্যাম্প চেক পোস্টে জীবাণু নাশক স্প্রে মেশিন স্হাপন

সংবাদ দাতা,আলীকদম প্রতিনিধিঃ

বান্দরবানের আলীকদম-লামা – ফাঁসিয়াখালী সড়কের ইয়াংছা আর্মি ক্যাম্প চেক পোস্টে জীবানুনাশক স্প্রে মেশিন স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী আলীকদম জোন। লামা-আলীকদম সড়কে খাদ্যপণ্যবাহী ও অন্যান্য মালামাল পরিবহনে ব্যবহৃত সবধরণের গাড়িগুলো এ স্প্রে মেশিন দিয়ে স্প্রে করা হবে। আজ (১৯ এপ্রিল) রবিবার সকাল ১০ টায় জীবানুনাশক স্প্রে মেশনটি উদ্বোধন করেন আলীকদম জোন কমান্ডার লেঃ কর্নেল সাইফ শামীম পিএসসি।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন লামা সাব-জোন কমান্ডার মেজর মোয়াজ্জেম হোসেন, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমী, লামা পৌর মেয়র জহিরুল ইসলাম ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মজুমদার, লামা প্রেসক্লাব এর সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান, ও আওয়ামী লীগ নেতা প্রদীপ কান্তি দাশ প্রমুখ।

শুভ উদ্বোধনের পর ইয়াংছা আর্মি ক্যাম্পে স্থানীয় দুঃস্থ জনগণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জোন কমান্ডার লেঃ কর্ণেল সাইফ শামীম। এ সময় তিনি বলেন, সরকার ও সেনাবাহিনী সবসময় অসহায় গরীব কর্মহীন ও দুঃস্থ জনগণের পাশে আছেন।

পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনও করোনা পরিস্থিতি মোকাবেলায় জনকল্যাণে কাজ করছে। এ সময় জোন কমান্ডার সরকারি নির্দেশনা মেনে সকলকে ঘরে অবস্থান করে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করার আহ্বান জানান।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৫ মন্তব্য

  1. Pingback: แทงหวย

  2. Pingback: Psilocybin microdose Canada

  3. Pingback: site

  4. Pingback: กิฟฟารีน

  5. Pingback: ufa118