মোঃ মিনহাজুল ইসলাম, জবি সংবাদদাতা।
মাদক বিক্রির প্রতিবাদ করায় টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ আব্দুল আলিম ও তার পরিবারের লোকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। একইসাথে উক্ত ঘটনায় দ্রুত তদন্ত শেষে জড়িত মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।
আজ রবিবার জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই ঘটনার যথোপযুক্ত বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে শিক্ষক সমিতির পক্ষ থেকে।
জানা যায়, গতকাল শনিবার টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা গ্রামে মসজিদের পাশে মাদক বিক্রির করছিল কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ী। তখন মাদক বিক্রির প্রতিবাদ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো: আব্দুল আলিম। উক্ত ঘটনার জের ধরে তার বাবা, মা, ভাই, বোনসহ পুরো পরিবারের ওপর নির্মম হামলা চালায় মাদক ব্যবসায়ীরা। এরপর, গ্রামের বাসিন্দারা তাঁদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে ভর্তি হতে পরামর্শ দেন।
উক্ত ঘটনায় শিক্ষার্থী আলিম বাদী হয়ে মাদক ব্যবসায়ী স্বপনসহ ১২ জন হামলাকারীদের বিরুদ্ধে মধুপুর থানায় অভিযোগ দায়ের করেন। ###
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৭ মন্তব্য
Pingback: av
Pingback: monix bet casino promotiecode
Pingback: บาคาร่าเกาหลี
Pingback: Angthong National Marine Park
Pingback: казино Султан
Pingback: เน็ตบ้าน ais
Pingback: dự đoán KQXS