প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / নাঙ্গলকোটে হত দরিদ্র মানুষের পাশে টুয়া পশ্চিম পাড়া যুব সমাজ

নাঙ্গলকোটে হত দরিদ্র মানুষের পাশে টুয়া পশ্চিম পাড়া যুব সমাজ

 

নাঙ্গলকোট থেকে আবদুল্লাহ আল রাকিবঃ

পুরো বিশ্ব যখন আতংকিত ভয়ংকর করোনা ভাইরাস নিয়ে।এই ভয়ংকর ভাইরাসে আক্রান্ত হয়ে ১৯৯ টি দেশ। করোনা ভাইরাস প্রতিরোধে সারা বিশ্বের মত বাংলাদেশেও বন্ধ সব ব্যবসা বাণিজ্য, চাকরি ,এমনকি যানচলাচল সহ সব দোকানপাট ।
ভাইরাসটির প্রভাবে হত দরিদ্র মানুষ অনাহারে দিন কাটাচ্ছে।এই অভাব ঠেকাতে সমাজের বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক, মানবিক সংগঠনের মত,
পাশে এসে দাঁড়িয়েছেন টুয়া পশ্চিম পাড়া যুব সমাজ।

এরই মধ্যে সংগঠনের সকল সদস্যদের সার্বিক সহযোগিতায় আজ ২১শে এপ্রিল বিকালে হত দরিদ্র যারা , দিনে আনে দিনে খাই এই রকম ১২০পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন টুয়া শেখ রাসেল স্পটিং ক্লাবের সভাপতি এম,এম মানছুর এবং নেটওয়ার্ক কেবলের মালিক ফরহাদ হোসেন।
রবি ডিস্টিভিশন অফিস নাঙ্গলকোট এর মোঃ শাহাদাত হোসেন ।বিশিষ্ট ব্যাবসায়ী মামুন শিক্ষক আরমান বিশিষ্ট ব্যবসায়ী বেল্লাল তৌহিদুল ,সাহাব উদ্দিন , মিজান সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তি বর্গগণ উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রী বিতরণ শেষে টুয়া গ্রামের মুখমাত্র মোঃ শাহাদাত হোসেন বলেন, দেশ এখন একটি কঠিন সময়ে। এই সময়ে হত দরিদ্র মানুষরা খুব কষ্টে আছে।আমাদের সকলকের উচিত সবার নিজ নিজ অবস্থান থেকে এই অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়ান।

তিনি আরও বলেন এই ভয়ংকর করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।সরকারের দেওয়া আদেশ নিষেধ গুলো মানতে হবে।তাছাড়া তিনি সবাইকে ঘরে থাকার আহ্বান জানান।

এছাড়াও চেক করুন

নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন

স্টাফ রির্পোটার: কুমিল্লার নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন ৩০ জুন শুক্রবার দিনব্যাপী নাঙ্গলকোট পৌরসভার জাকের …