অনুরাগ “মালিহা নূরেজান্নাত দৃষ্টি”
এপ্রিল ২২, ২০২০
848 দেখেছেন

সিএন নিউজ২৪.কম।
পারবো না তোমার মতো
নিয়ম করে ভালবাসতে,
হিসাব করে কাছে আসতে
মেপে মেপে কথা বলতে,
ভালবাসা কি দিনক্ষণ দেখে হয়?
ভালবাসা তো ভুল করে হয়
হ্যাঁ ভুল করেই ভালবেসেছি তোমাই,
সে ভুলেই থাকতে চাই
তোমাকে ভালবাসার ভুলটা আমি,
পরের জন্মে আবার করতে চাই
শতাব্দী পরেও সাড়া দিতে চাই তোমার ডাকে,
তুমি বরং নিয়ম করেই ভালবেসো
বছর বারো মাসে একবার মনে করিও তুমি আছো,
আমার তো এতেই সুখ
কবিঃ মালিহা নূরেজান্নাত দৃষ্টি
কবিতাঃ অনুরাগ
৩ মন্তব্য
Pingback: gratowin code bonus
Pingback: codigo para 1win
Pingback: uspin88