প্রচ্ছদ / প্রচ্ছদ / অনুরাগ “মালিহা নূরেজান্নাত দৃষ্টি”

অনুরাগ “মালিহা নূরেজান্নাত দৃষ্টি”

সিএন নিউজ২৪.কম।

পারবো না তোমার মতো
নিয়ম করে ভালবাসতে,
হিসাব করে কাছে আসতে
মেপে মেপে কথা বলতে,
ভালবাসা কি দিনক্ষণ দেখে হয়?

ভালবাসা তো ভুল করে হয়
হ্যাঁ ভুল করেই ভালবেসেছি তোমাই,
সে ভুলেই থাকতে চাই
তোমাকে ভালবাসার ভুলটা আমি,
পরের জন্মে আবার করতে চাই

শতাব্দী পরেও সাড়া দিতে চাই তোমার ডাকে,
তুমি বরং নিয়ম করেই ভালবেসো
বছর বারো মাসে একবার মনে করিও তুমি আছো,
আমার তো এতেই সুখ

কবিঃ মালিহা নূরেজান্নাত দৃষ্টি
কবিতাঃ অনুরাগ

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৩ মন্তব্য

  1. Pingback: gratowin code bonus

  2. Pingback: codigo para 1win

  3. Pingback: uspin88