সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সারাবিশ্বের মতো বাংলাদেশে চলছে করোনা আতংক। এ আতংকের জন্য বাংলাদেশে অঘোষিত লকডাউন চলছে। এ অঘোষিত লকডাউনে সাধারণ মানুষের স্বাভাবিক জীবন যাপনের উপর প্রভাব পড়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নিম্ন আয়ের মানুষের উপর।
তেমনি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার গোপালপুর গ্রামের নিম্ন আয়ের পরিবারের মনিজা বেগম। তার স্বামী মারা গেছেন প্রায় ১২ বছর আগে। ছোট এক ছেলেকে নিয়ে অন্যের বাড়িতে জিয়ের কাজ, মাটি কাটার কাজসহ নানা ধরনের কাজ করে অনেক কষ্ট করে দিন পার করেছেন। কিন্তু করোনায় সব ধরনের কাজ বন্ধ থাকায় তিনি বিপাকে পড়েছেন। ঠিক এইসময় তার পরিচিত আল-আমিন নামের একটি ছেলে “আমাদের সিরাজগঞ্জ “নামে একটি ফেসবুক পেজে তার কষ্ট বিষয়গুলো নিয়ে পোষ্ট দেন। ফেসবুকের এর পোষ্ট দেখে
নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী দিয়ে পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপ-সম্পাদক মোঃ যুবায়ের হোসেন।
যুবায়ের হোসেন বলেন, আমি “আমাদের সিরাজগঞ্জ ” ফেসবুক পেজে পোষ্ট দেখে নিজের জমানো কিছু টাকা থেকে খাদ্যসামগ্রী দিয়েছি। প্রত্যেকে যদি নিজ নিজ জায়গা থেকে যদি অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাহলে তাদের না খেয়ে থাকতে হবে না । তিনি আরো বলেন, ছাত্রলীগের পক্ষ থেকে করোনা ভাইরাসের জন্য সচেতনতা মূলক লিফলেট, মাস্ক, সাবানসহ বিভিন্ন কিছু দিয়ে পাশে দাঁড়ানের চেষ্টা করেছি । এছাড়া ছাত্রলীগের নেতা কর্মীরা সাধারণ মানুষকে সচেতন ও খাদ্যসামগ্রীসহ বিভিন্ন কিছু দিয়ে পাশে থাকছেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৪ মন্তব্য
Pingback: sweet bonanza oynamak
Pingback: checkslip
Pingback: จัดหาแม่บ้าน
Pingback: magusa rus escort