প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / নাঙ্গলকোটের গোমকোট গ্রামে ৫০ পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ

নাঙ্গলকোটের গোমকোট গ্রামে ৫০ পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সিএন নিউজ ২৪.কম।

আজ বুধবার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকারা ইউনিয়নের গোমকোট সমাজ কল্যাণ ইউনিটের পক্ষ থেকে নিজ গ্রামে ৫০ পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় এক গ্রহীতার অনুভূতি জানতে গেলে তিনি বলেন, করোনা মহামারির এই কষ্টের সময়ে আমাদের আয় রোজগারের কোন পথ নেই। আমরা অনেক অনেক খুশি হয়েছি।

এই বিষয়ে জানতে চাইলে সংগঠনের সভাপতি আতিকুর রহমান মজুমদার (সুজন) বলেন প্রাণঘাতী করোনাভাইরাসের কারনে নিম্ন ও মধ্যে আয়ের পরিবার গুলো খাদ্য সংকটে পড়ে। এমতাবস্থায় আমাদের সংগঠনের পক্ষ থেকে অতীতের ন্যায়, এবার ও প্রতিটি পরিবারের দরজায় আমরা খাদ্য পৌঁছে দিয়েছি এবং ভবিষ্যতে ও এই অনুদান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ ।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৬ মন্তব্য