সিএন নিউজ নিজস্ব প্রতিবেদকঃ
আজ বৃহস্পতিবার সকালে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে হেসাখালের খামারপাড়ায় হত দরিদ্র ১১০ পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে শহীদ জিয়া স্মৃতি সংসদ নাঙ্গলকোটের সভাপতি, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মজুমদার বলেন, আজ যেভাবে আমরা এগিয়ে এসেছি এলাকায় অনেক ধনী লোক আছে, তাদের সবাইকেও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
ত্রাণ গ্রহীতাদের কাছে তাদের অনুভূতি জানতে চাইলে সিএন নিউজকে জানান, আমরা আজ কর্মহীন। অনাহারে দিন কাটাচ্ছি। আজকের মত সবাইকে আমাদের সহযোগিতা করার জন্য সবার কাছে আকুল আবেদন জানাই।
এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক মেম্বার মাসুদুল হক, গোলাপ হোসেন, একরামুল হক, সোহরাব হোসেন ছোয়াব , যুবদল নেতা আলমগীর হোসেন, মাসুদ আলম, কাইয়ুম, কাউছার, সাহাবউদ্দীন, রাসেল, ছাত্রদল নেতা আব্দুর রহমান মজুমদার, মাইন উদ্দীন, ছাত্রদল নেতা সাব্বির হোসেন , রাসেদুল ইসলাম, সিয়াম প্রমুখ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৫ মন্তব্য
Pingback: เน็ตบ้าน ais
Pingback: เอเจนซี่ศัลยกรรมจีน
Pingback: https://zhanaweb.kz
Pingback: ตรายางออนไลน์
Pingback: lpl토토