প্রচ্ছদ / প্রচ্ছদ / করোনা আক্রান্ত রোগীকে ফল পাঠালেন সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি

করোনা আক্রান্ত রোগীকে ফল পাঠালেন সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি

আব্দুল্লাহ আল মারুফ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

মহামারী করোনা ভাইরাসে কাপছে বিশ্ববাসী। বাংলাদেশে চলছে অঘোষিত লকডাউন। ইতোমধ্যে সিরাজগঞ্জ জেলার ২ জন করোনায় আক্রান্ত হওয়ায় উল্লাপাড়া উপজেলাসহ কয়েকটি এলাকায় উপজেলা প্রশাসন লকডাউন ঘোষণা করেছেন।

এ লকডাউন ঘোষণার জন্য নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। ইতোমধ্যে জেলা ও উপজেলা প্রশাসনসহ ছাত্রলীগের নেতা কর্মীরা খাদ্যসামগ্রী নিয়ে কর্মহীন মানুষের পাশেও দাঁড়িয়েছেন।

সিরাজগঞ্জের জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা যার যার জায়গা থেকে কর্মহীন লোকদের খাদ্যসামগ্রী, মাস্ক, হ্যান্ড গ্লোপস,সাবানসহ বিভিন্ন কিছু দিয়ে তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করে যাচ্ছেন।

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকার নির্দেশে শুক্রবার (২৪ এপ্রিল) উল্লাপাড়া উপজেলার কাজিপাড়া গ্রামের করোনা আক্রান্ত রোগীর বাড়িতে ভিটামিন সি জাতীয় ফল এবং স্যানিটাইজার সামগ্রী দিয়ে এক অন্যরকম নজির দেখালেন।

আর এ কাজের জন্য সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগকে মানবিক ছাত্রলীগ বলেছেন অনেকেই।

এ দিকে ভিটামিন সি জাতীয় ও স্যানিটাইজার সামগ্রী দেওয়ার বিষয়টি সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা নিশ্চিত করেছেন।

ভিটামিন সি জাতীয় ফল এবং স্যানিটাইজার সামগ্রী সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতির নির্দেশে করোনায় আক্রান্ত রোগীর বাড়িতে পৌঁছে দিয়েছেন সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান লিয়ন,
জেলা ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপ-সম্পাদক মোঃ যুবায়ের হোসেনসহ প্রমুখ।

উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলায় মোট দুইজন করোনাভাইরাস এর পজেটিভ এসেছে। আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন উল্লাপাড়া উপজেলার কাজিপাড়া গ্রামের হযরত আলী। তিনি নারায়নগঞ্জে একটি ঔষধ কোম্পানিতে চাকুরী করতেন। তিনি এখন তার নিজ গ্রামের বাড়িতে আইসোলেটেড অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৪ মন্তব্য

  1. Pingback: vegas now online casino

  2. Pingback: briansclub

  3. Pingback: vg98

  4. Pingback: 123bet