মুহিব্বুল্লাহ আল হুসাইনীঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুরের ভাতড়া সমাজ কল্যাণ পরিষদ’র উদ্যোগে এলাকার হত দরিদ্র, মধ্যবিত্ত ৬৫ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রতি প্যাকেটে মুড়ি ১ কেজি, পেঁয়াজ ১ কেজি, অালু ১ কেজি, ছোলা ১ কেজি, তেল ১ লিটার ও ডাল আধা কেজি করে প্যাকেট করা হয়। রাতের অাঁধারে উল্লেখিত পরিবারগুলোর মাঝে ইফতারসামগ্রী পৌঁছিয়ে দেন উক্ত সংগঠনের স্বেচ্ছাসেবীরা। এসময় ভাতড়া সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে জবি শিক্ষার্থী এ.কে. এম পারভেজ সিএন নিউজ’কে জানান, দেশের উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ মানুষ এখন দিশেহারা। আয়-রোজগার পুরোপুরি বন্ধ। এই দুঃসময়ে আমরা সচেতন যুবকদের সাথে নিয়ে এলাকার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।
রাতের বেলায় বিতরণের কারণ জানতে চাইলে আব্দুর রহমান নামে এক স্বেচ্ছাসেবী জানান, বর্তমান পরিস্থিতিতে মধ্যবিত্ত পরিবার বেশি সমস্যায় দিন কাটাচ্ছে। তারা চক্ষুলজ্জায় ত্রাণসামগ্রী নিতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই আমরা রাতের আঁধারে সবার বাড়িতে গিয়ে ইফতারসামগ্রী পৌঁছিয়ে দিয়েছি।
এসময় উক্ত সংগঠনের সদস্যদের সমন্বয়ে ইফতারসামগ্রী বিতরণ সম্পন্ন হয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: บริการส่ง SMS
Pingback: diana deluxe corner fireplace
Pingback: ข่าวสารฟุตบอล
Pingback: Thai Massage Manhattan
Pingback: z16