প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / কবিতা “প্রাক্তন” রাবেয়া সুলতানা

কবিতা “প্রাক্তন” রাবেয়া সুলতানা

“প্রাক্তন”

রাবেয়া সুলতানা✒ ….

হাই বলে নক দিয়ে
কথা বলা শুরু করে,
দিন দিন বাড়ে ভাব
কথাগুলা যেনো বেশ আঁট।

রাতদিন কথা বলে শুধু পটপট,
ভালোবাসি বলে দেয় মুখের ওপর।
তুমি সুন্দর,তুমি চৌকস
এই বলে করে সমাদর।
তুমিই প্রথম তুমিই শেষ,
কথার খেলাও জমে বেশ।

অনিন্দ্য কিছু দিন হলো গতো,
এই করে চালাবো আর কতো?
আরো কতো প্রাক্তন ছিলো জানিনা,
বুঝিনি,জানিনি সবটুকু ছিলো ছলনা!
আজকাল কেনো করো এতো জ্বালাতন?
আজ থেকে তুমি আমারো প্রাক্তন!

এছাড়াও চেক করুন

নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন

স্টাফ রির্পোটার: কুমিল্লার নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন ৩০ জুন শুক্রবার দিনব্যাপী নাঙ্গলকোট পৌরসভার জাকের …