মোঃফজলুল করিম, স্টাফ রিপোর্টারঃ
আসসালামু আলাইকুম।
আশা করি ভালোই আছেন। আপনার কাছে আমার আকুল আবেদন।
ধান কাটা হলো একটা আর্ট, পূর্ব অভিজ্ঞতা ছাড়া যে কেউ চাইলে ধান কাটতে পারবে না, যদিও করে তবে হাত, পা কাটার চরম সম্ভাবনা থাকে। আর বিনা অভিজ্ঞতায় ধান কাটলে কৃষকের ফসলেরও অনেক ক্ষতি হয়। ধান কাটার নামে অনেক লোক আমাদের মতো কৃষকের সাথে তামাশা শুরু করেছে! শুধু মাত্র ছবি তোলাই তাদের বড় স্বার্থ, কৃষকের উপকার হবে এমনটা নয়! একটু লক্ষ করলে দেখা যাবে, একদিন ধান কাটছে তারা কিন্তু পরের দিন আর কাটতে যায় নি। কারণ তারা দুই দিনেও শোয়া থেকে উঠতে পারে নি। কৃষি কাজ এতো সহজ নয়। তবে তামাশা করা যায়! সুতরাং কেউ যদি সত্যি আমাদের মতো কৃষকের উপকার করতে চান তবে সেলফি না তুলে নিয়মিত কৃষকের সাথে ধান কাটুন। তবেই বুঝতে পারবেন আমাদের মতো কৃষক কত কষ্ট করে এই ফসল ঘরে তোলে যদিও তারা এর ন্যায্য মূল্য পায় না।
আসুন, সবাই কৃষকের পাশে দাঁড়াই, একদিনের জন্যে না পুরো মৌসুমের জন্য।
আমার কথা,
আমরা অসহায় কৃষক। আমাদের দেখার কেউই নেই। অনেকেই আমাদের নিয়ে ঠাট্টা মসকরা করে। আমরা সারা বছর ধান চাষ করি। সেই ধান বিক্রয় করতে গেলে ধান চাষের পারিশ্রমিক তো দূরের কথা, পূঁজিও ফুসে আসে না। সেই কথা না হয় আজ বাদ দিলাম। আজ বড় মাফের লোকেরা তাদের সু-নাম, সু-খ্যাতির জন্য আমাদের সাথে ঠাট্টা করছে! আমাদের পরিশ্রমের ধানের খ্যাতের সাথে উল্লাস করছে। তারা আমাদের মতো দরিদ্র কৃষকদের উপকার করবে! যদি উপকার করার ইচ্ছে থাকতো, তাহলে ফটোগ্রাফার কেন সাথে আসবে? চাটুকাররা কেন সাথে আসবে? সাথে আসবে ভালো কথা, কিন্তু ২-৩মিনিট কাজ করে কেন চলে যাবেন? আমাদের উপকার কি ২-৫ মিনিটেই শেষ? এটা কি আপনাদের স্বার্থ হাছিলে এসেছেন? নাকি আমাদের মতো কৃষকদের সেবার নামে ঠাট্টা করতে এসেছেন?
মনে রাখবেন, আমরা গরিব কৃষক! আপনাদের মতো বড় লোক না। আমরা দিনের খাবার দিনে জোগাড় করি! আপনাদের মতো মাসে খাবার স্টক রাখার সামর্থ্য নেই। আমরা পাতা-লতা দিয়ে খাই! আপনাদের মতো মাংশ পোলাউ খাওয়ার সুযোগ পাই না। আমরা গরিব কৃষক।
পরিশেষে বলতে চাই, দয়া করে আমাদের উপকার করতে চাইলে উপকার করতে পারেন, তবে ঠাট্টা করবেন না! আমাদের ধান কেটে সাহায্য করতে চাইলে, সাহায্য করতে পারেন, তবে ফটোগ্রাফারের পায়ের চাপা দিয়ে ধান নষ্ট করবেন না। সাহায্য করতে চাইলে পাঁকা ধান কেটে দিতে পারেন, কাঁচা ধান না।
ইতি
কৃষকের একজন গর্বিত সন্তান
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
