প্রচ্ছদ / সামাজিক সংগঠন / নড়াইলে প্রবাসী ইকবাল মুস্তারীর খাদ্যসামগ্রী বিতরণ

নড়াইলে প্রবাসী ইকবাল মুস্তারীর খাদ্যসামগ্রী বিতরণ

 

নিজস্ব প্রতিবেদক:

নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া গ্রামে শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন অস্ট্রিয়া প্রবাসী মোঃ ইকবাল মুস্তারী। আজ সোমবার দুপুর একটা হতে গাড়ীতে করে বাড়ী বাড়ী গিয়ে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়। এসব খাদ্যসামগ্রীর ভেতর রয়েছে চাল, ডাল, তেল, মুড়ি, চিড়া, খেজুর, ছোলা ইত্যাদি।

জানা যায়, মোঃ ইকবাল মুস্তারী নড়াইল শহরের রূপগঞ্জ মুস্তারী কমপ্লেক্সের স্বত্বাধিকারী। তিনি করোনা ভাইরাসে লকডাউন শুরু হবার পর নানাভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন।

তিনি জানান, সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের সদস্যদের মাধ্যমে আমি আমার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া গ্রামের অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। বিশেষত যারা লোকলজ্জায় কোথাও ত্রাণ আনতে যেতে পারছেন না তাদেরকে প্রাধান্য দিয়ে আমাদের এসব খাদ্যসামগ্রী বিতরণ করেছি।

উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মির্জা গালিব সতেজ, দৈনিক ভোরের ডাক পত্রিকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোঃ মিনহাজুল ইসলাম, ছাত্রনেতা খান মাহবুব রেজা, আব্দুল্লাহ আল মামুন, আহমেদ শাকিল প্রমুখ।

এছাড়াও চেক করুন

শতকরা ৭২ শতাংশ তরুণ-তরুণী দ্বাদশ নির্বাচনে ভোট দিতে চায়

সিএন নিউজ অনলাইন ডেস্কঃ দেশে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে …