আব্দুর রাজ্জাক (বিশেষ প্রতিনিধি সিএন নিউজ২৪ডটকম)
আজ বুধবার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের শাকতলী গ্রামে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তির নাম হেদায়েত উল্লাহ (৫৫) পিতাঃ মৃত আব্দুল লতিফ মুন্সি, তিনি নাঙ্গলকোট উপজেলার আদ্রা ইউনিয়নের শাকতলী গ্রামের বাসিন্দা। পাশ্ববর্তী হেসাখাল ইউনিয়নের পাটোয়ার ওমরগঞ্জ বাজারের পান ব্যবসায়ী ছিলেন তিনি।
স্থানীয়রা সিএন নিউজকে জানান, সকালে হেদায়েত উল্লাহ নিয়ে মাঠে কাজ করতে যান। ৮ টার দিকে হঠাৎ বজ্রপাত হলে তিনি দগ্ধ হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম মুঠোফোনে সিএন নিউজকে নিশ্চিত করেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে