প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / অর্থমন্ত্রী’র অর্থায়নে নাঙ্গলকোটে ৪ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

অর্থমন্ত্রী’র অর্থায়নে নাঙ্গলকোটে ৪ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

 

রবিউল হোসাইন রাজুঃ

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল লোটাস কামালের নির্বাচনী এলাকা কুমিল্লার নাঙ্গলকোটে, ব্যক্তিগত অর্থায়নে দশ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। বৃহস্পতিবার স্ব স্ব এলাকায়, করোনার প্রকোপে বিপাকে পড়া হতদরিদ্র মানুষের হাতে হাতে মন্ত্রীর পক্ষ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন স্থানীয় জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা।

জানা যায়, নিজ নির্বাচনী এলাকার হতদরিদ্র মানুষের দুরাবস্থার কথা বিবেচনায় নিয়ে অর্থমন্ত্রী ব্যক্তিগত অর্থায়নে দশ হাজার পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দেন। তার মধ্যে নাঙ্গলকোট উপজেলায় চার হাজার, সদর দক্ষিণ উপজেলায় তিন হাজার এবং লালমাই উপজেলায় তিন হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, লবন, পেঁয়াজ, ছোলা, সেমাই, চিনি ও সাবান।

সকালে নাঙ্গলকোট উপজেলা পরিষদ প্রাঙ্গণে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামছুদ্দিন (কালু), অর্থমন্ত্রীর ব্যক্তিগত সচিব বাবু রতন সিংহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন প্রমূখ।

এছাড়াও চেক করুন

নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন

স্টাফ রির্পোটার: কুমিল্লার নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন ৩০ জুন শুক্রবার দিনব্যাপী নাঙ্গলকোট পৌরসভার জাকের …

৮ মন্তব্য