প্রচ্ছদ / সারাদেশ / নড়াইলে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের সবজি বিতরণ

নড়াইলে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের সবজি বিতরণ

 

মোঃ মিনহাজুল ইসলাম,
নিজস্ব প্রতিবেদক

নড়াইলে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের চালুকৃত মানবতার সবজি বাজার হতে দুই’শত দুস্থ পরিবারের মাঝে সবজি বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় নড়াইল শহরের রূপগঞ্জ বাজারে অবস্থিত মুস্তারী কমপ্লেক্সের সামনে দুই শতাধিক দুস্থ পরিবারের মাঝে পাঁচ প্রকারের মোট ৪০০ কেজি সবজি বিতরণ করা হয়।

জানা যায়, গত তিন সপ্তাহ ধরে প্রতি শুক্রবার সকালে রূপগঞ্জ মুস্তারী কমপ্লেক্সের সামনে সবজি বিতরণ করা হচ্ছে। এর আগে গত ২৪ মে (শুক্রবার) সকাল দশটায় সংগঠনটির উদ্যোগে সবজি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ হাসান এবং সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণা রায়। এরপর তৃতীয় দিনের মতো আজ সকালে এই সবজি বিতরণ কার্যক্রম পালন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মির্জা গালিব সতেজ, নলদী ইউনিয়নের উপ-সহকারী কর্মকর্তা মহিদ জমাদ্দার, জমাদ্দার টাওয়ারের সত্ত্বাধিকারী শহিদ জমাদ্দার, ফয়সাল মুস্তারী, সবুজ বাংলা (ভিয়েনা)’র প্রতিষ্ঠাতা সবুজ মুস্তারী, দৈনিক যায়যায়দিন পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি আল আমিন, স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের সদস্য কে এম রাহাদ নেওয়াজ, এস.এম শাহ পরান, রবিউল ইসলাম, মো:সোহাগ ফারাজী, আহম্মদ শাকিল, নাজমুস সাকিব, সামিয়া হক শাম্মা প্রমুখ।

নলদী ইউনিয়নের উপ-সহকারী কর্মকর্তা মহিদ জমাদ্দার জনান, করোনা ভাইরাসের জন্য কর্মহীন হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। তাদের সবজির চাহিদা পূরণ করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আশাকরি সমাজের বিত্তবানরা সবাই এরকম কার্যক্রমের মাধ্যমে দরিদ্রদের পাশে দাঁড়াবে।

খোঁজ নিয়ে জানা যায়, করোনা ভাইরাসে লকডাউন শুরু হবার পর থেকেই নানা কার্যক্রমে নিয়মিতভাবে মাঠে সক্রিয় রয়েছে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন। তন্মধ্যে, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, সবজি বিতরণ ইত্যাদি কার্যক্রম উল্লেখ্যযোগ্য।

উল্লেখ্য যে, উক্ত সবজি বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন রূপগঞ্জ জমাদ্দার টাওয়ার কর্তৃপক্ষ।

এছাড়াও চেক করুন

শতকরা ৭২ শতাংশ তরুণ-তরুণী দ্বাদশ নির্বাচনে ভোট দিতে চায়

সিএন নিউজ অনলাইন ডেস্কঃ দেশে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে …