প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / নাঙ্গলকোটে হত দরিদ্রের পাশে ‘কনফিডেন্স বিজনেস গ্রুপ’

নাঙ্গলকোটে হত দরিদ্রের পাশে ‘কনফিডেন্স বিজনেস গ্রুপ’

নিজস্ব প্রতিবেদকঃ

সারা বিশ্ব যখন আতঙ্কিত ভয়ংকর করোনা ভাইরাস নিয়ে। যার প্রতিরোধে সারা বিশ্বের মত বাংলাদেশেও বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান,গণপরিবহন’সহ সব দোকানপাট৷ যদিও সাম্প্রতিক খুলে দেয়া হয়েছে ব্যবসা-বাণিজ্য, শপিংমল।

ভাইরাসটির প্রভাবে হত দরিদ্র ও মধ্যবিত্ত পরিবার অনাহারে দিন কাটাচ্ছে। এই দুঃসময়ে সমাজের বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক, মানবিক সংগঠনের মত পাশে এসে দাঁড়িয়েছেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের মেটুয়া কনফিডেন্স বিজনেস গ্রুপ। এরই মধ্যে এই গ্রুপের সকল সদস্যদের সার্বিক সহযোগিতায় গতকাল ৮-ই মে বিকালে মেটুয়ার ৩৫ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন উক্ত গ্রুপের পরিচালনা সদস্য- আব্দুল মোতালেব (কামাল), মোজাক্কের হোসেন (শেখ ফরিদ), আবু বকর সিদ্দীক (রোমান) এবং পাশাপাশি দূর হতে সার্বক্ষনিক তদারকি করেন ফরিদ আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য স্বেচ্ছাসেবীবৃন্দ’সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

খাদ্য সামগ্রী বিতরণ শেষে মেটুয়া গ্রামের
আব্দুল মোতালেব (কামাল) বলেন- দেশ এখন একটি কঠিন সময়ে। এই সময়ে হত দরিদ্র মানুষরা খুব কষ্টে আছে।আমাদের সকলকের উচিত সবার নিজ নিজ অবস্থান থেকে এই অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়ানো।

এছাড়াও মোজাক্কের হোসেন (শেখ ফরিদ) সিএন নিউজকে জানান, এই ভয়ংকর করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। সরকারের দেওয়া আদেশ নিষেধগুলো মানতে হবে। তাছাড়া তিনি সবাইকে ঘরে থাকার পাশাপাশি মসজিদে জামায়াতের সময় সরকারি নির্দেশনা মানার উদাত্ত আহ্বান জানান।

উল্লেখ্য যে, মেটুয়া কনফিডেন্স বিজনেস গ্রুপ তাদের ব্যবসায়িক কাজের পাশাপাশি সামাজিক বিভিন্ন সেবামূলক কাজ করে আসছেন।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৩ মন্তব্য