বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবান জেলা সদর হাসপাতালে জীবাণুনাশক টানেল এর শুভ উদ্বোধন করেন পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর এমপি। সোমবার (১১ মে) সকাল ১০ ঘটিকার সময়ে জীবানুনাশক টানেল দুটি কেন্দ্রীয় ছাত্রলীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক উসিং হাই রবিন বাহাদুর এর পক্ষ থেকে বান্দরবান সদর হাসপাতালে প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এমপি, জেলা প্রশাসক দাউদুল ইসলাম, বান্দরবান পৌরসভার মেয়র ইসলাম বেবী, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক উসিং হাই রবিন বাহাদুর সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর বলেন হাসপাতালে ডাক্তার এবং রোগীদের করোনা নামক মহামারি থেকে রক্ষা করার জন্য এই জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে এবং সকলকে সরকারের নির্দেশনা মোতাবেক সরকার আইন মেনে চলার আহ্বান করেন।
বিনা প্রয়োজনে ঘর থেকে বাহির না হওয়ার আহ্বান করে,আরো বলেন যাদের উদ্যোগে এই জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে তাদেরকে তিনি ধন্যবাদ জানান পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর এমপি।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৫ মন্তব্য
Pingback: Labubu for sale
Pingback: Cbd gummies uk
Pingback: เอเจนซี่ศัลยกรรมจีน
Pingback: Executive Search
Pingback: หา Influencer