মোঃ মিনহাজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক।
নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জের উদ্যোগে লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে দশটার টার সময় নড়াইল পৌরসভার ৪ নং ওয়ার্ড এলাকায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসব খাদ্যসামগ্রীর ভেতর রয়েছে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ইত্যাদি।
সূত্র জানায়, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে নড়াইল জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ করোনা ভাইরাসে বিপর্যস্ত অসহায় মানুষ ও দলের অস্বচ্ছল নেতাকর্মীদের মাঝে নড়াইল শহরে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
নড়াইল জেলা ছাত্রদলের ব্যবস্থাপনায় উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন নড়াইল জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল, জেলা ছাত্রদল সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, সহ-সভাপতি মামুন গাজী, আরিফ হাসান প্রমুখ।
উপস্থিত নেতৃবৃন্দ চলমান সঙ্কটকালীন এ জাতীয় কর্মসূচী অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া চান।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৭ মন্তব্য
Pingback: jammin jars casinos
Pingback: สินค้าจีน
Pingback: ซื้อเหล้าออนไลน์
Pingback: อาหารเสริม
Pingback: พรมปูพื้นรถยนต์
Pingback: เนอร์สซิ่งโฮมต่างจากบ้านพักคนชราอย่างไร
Pingback: royal joker slots