নড়াইল সংবাদদাতা,
নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় এক অসহায় কৃষকের জমির পাকা ধান কেটে দিয়েছেন জেলা সেচ্ছাসেবক লীগ নেতা মোঃ সৌরভ হোসেন মোল্ল্যা। আজ রবিবার নড়াইল জেলার লোহাগড়া উপজেলার পার মল্লিকপুর গ্রামের এক দরিদ্র কৃষকের বিশ শতাংশ জমির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দেন এই সেচ্ছাসেবক লীগ নেতা।
উল্লেখ্য যে, মোঃ সৌরভ হোসেন স্বেচ্ছাসেবক লীগের নড়াইল জেলা কমিটির কার্যকরী সদস্য ও সাবেক ছাত্রনেতা। সম্প্রতি তিনি ও তার অনুসারীরা কৃষকদের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৩ মন্তব্য
Pingback: 123bet เข้าสู่ระบบ
Pingback: รับผลิตของพรีเมี่ยม
Pingback: phuket lawyer