নিজস্ব প্রতিনিধিঃ-
বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সার্বিক সহযোগিতায় আজ রবিবার রাজধানীর শাহজাহানপুর থানা ছাত্রদল আওতাধীন ১১ ও ১২ নং ওয়ার্ড ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মীদের বাসায় বাসায় ঈদ উপহার পৌঁছে দিলেন শাহজাহানপুর থানা ছাত্রদলের সভাপতি আলামিন ও সাধারণ সম্পাদক মোঃ সোহাগ ভূঁইয়া।
এ সময় সোহাগ ভূঁইয়া বলেন, পূর্বে মির্জা আব্বাস ভাই এবং আফরোজা আব্বাস ভাবি ঢাকা ৮ ও ৯ আসনের প্রত্যেকটি নেতা-কর্মী সহ অসহায় ও দুস্থ মানুষদের মাঝে প্রায় ২০ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী/ উপহার সামগ্রী পৌঁছে দেন, এবং এখনো দিয়ে যাচ্ছেন। মির্জা আব্বাস এবং আফরোজা আব্বাস কে উদ্দেশ্য করে মোঃ সোহাগ ভূঁইয়া আরো বলেন যে নেতা নেত্রী তার কর্মীদের বাসার হাঁড়ির খবর নেন তারাই প্রকৃত নেতা নেত্রী।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৯ মন্তব্য
Pingback: รับงานเอง
Pingback: หนังสั้นจีน
Pingback: raamdecoratie draai kiepramen
Pingback: uodiyala
Pingback: หา Influencer
Pingback: online gambling tips and tricks
Pingback: โรงพิมพ์กล่องบรรจุภัณฑ์
Pingback: Sweet Bonanza slot
Pingback: z16