প্রচ্ছদ / খুলনা / নড়াইলে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের বৃক্ষরোপণ

নড়াইলে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের বৃক্ষরোপণ

মোঃ মিনহাজুল ইসলাম,

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানে’র ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নড়াইল শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও খাবার বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, নড়াইল জেলা শাখা। শনিবার বিকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ সহ নড়াইল শহরের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ ও খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা ছাত্রদলের ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলী হাসান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা যুবদলের সভাপতি মসিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মামুন গাজী, যুগ্ন সাধারন সম্পাদক রেজা খান, লিটন, আব্দুর রহিম, জয়নাল, আজিম, নিয়ন, সোহাগ প্রমুখ।

উক্ত কর্মসূচির বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি জানান,
মহান স্বাধীনতার ঘোষক, বীরউত্তম, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে’র ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছি। এ ছাড়াও করোনার এই দুঃসময়ে ছাত্রদল ব্যপক মানবিক কর্মসূচি চলমান রয়েছে।

উল্লেখ্য যে, লকডাউন শুরু হবার পর থেকে নড়াইল জেলা ছাত্রদল সহস্রাধিক কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করাসহ নানা কার্যক্রমে সক্রিয় রয়েছে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …