প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / নাঙ্গলকোটের বক্সগঞ্জ মানব কল্যাণ পরিষদের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ বক্সগঞ্জ মানব

নাঙ্গলকোটের বক্সগঞ্জ মানব কল্যাণ পরিষদের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ বক্সগঞ্জ মানব

এস আই ইমরান ।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার, বক্সগঞ্জ ইউনিয়নের বক্সগঞ্জ মানব কল্যাণ পরিষদ এর পক্ষ থেকে করোনার এই ক্রান্তিলগ্নে বক্সগঞ্জ ইউনিয়নের ২২ টি গ্রামে নগদ অর্থ বিতরন করা হয়।

মানব কল্যান পরিষদ, ইউনিয়নের ০৯ টি ওয়ার্ডে( মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, বিশ্ববিদ্যালয় পড়ুয়া অসহায় ছাত্র-ছাত্রীদের পরিবার, সাময়িক কাজ বন্ধ পরিবার, টং দোকানদার, বিধবা, প্রতিবন্ধী, অসহায় পরিবারের মাঝে)
সর্বমোট-(৪০৯x৭০০)=২,৮৬,৩০০(দুই লক্ষ ছিয়াশি হাজার তিনশত) টাকা
এবং বক্সগঞ্জ বাজারের নাইট গার্ড-৫ জন, বাজার ঝাড়ুদার-২ জন, রিক্সা ড্রাইভার -১৩ জন সর্বমোট -(২০x৫০০)=১০,০০০( দশ হাজার) টাকা মোট বিতরনকৃত অর্থ-(২,৮৬,৩০০+১০,০০০)=২,৯৬,৩০০(দুই লক্ষ ছিয়ানব্বই হাজার তিনশত) টাকা।

মানব কল্যাণ পরিষদের প্রতিনিধি ও গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গ সহ সুবোধিভোগী পরিবারের ঘরে ঘরে উপহার পৌঁছিয়ে দেওয়া হয়।

এত বড় পোগ্রাম সফল করতে যারা যারা সহযোগীতা করেছেন সকলের কাছে মানব কল্যাণ পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংগঠনের প্রধান উদ্যোক্তা ও সৌদি আরব প্রবাসী মোঃ নজির আহমেদ সুমন । এবং ভবিষ্যতে ও তাদের কাজ অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।

এছাড়াও চেক করুন

নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন

স্টাফ রির্পোটার: কুমিল্লার নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন ৩০ জুন শুক্রবার দিনব্যাপী নাঙ্গলকোট পৌরসভার জাকের …