প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / কুমিল্লার নাঙ্গলকোটে করোনা উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু

কুমিল্লার নাঙ্গলকোটে করোনা উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু

মোঃফজলুল করিম, স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার নাঙ্গলকোটে ঢালুয়া ইউপির ৫নং ওয়ার্ডের ফোশাই গ্রামের আবুল কালামের বড় ছেলে শামসুল হক(৩২) নামক যুবকের করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়।

মৃতব্যক্তির পরিবার থেকে জানা যায়, শামসুল হক(৩২) চট্টগ্রাম চকবাজার মেডিকেল কলেজে আজ ১১ জুন ২০২০ইং বৃহস্পতিবার রাত ৩টার সময় পরলোকগমন করেন। চট্টগ্রামে নিজের টেলিকম দোকানই তার কর্মস্থল ছিলো। পরিবারিক সূত্রে জানা যায়, তার ১ছেলে(৫ বছর) ও ১ মেয়ের (৬মাস) পিতা।

মৃতব্যাক্তিকে আজ সকালে নিজ বাসভবনে নিয়ে এলে, নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ পরীক্ষকঃ আব্দুল হান্নান নমুনা সংগ্রহ করেন। পরে মৃতব্যক্তির লাশ দাফনে এলাকা বাসির আগমন না দেখে, উপজেলা পরিষদের নির্বাহী অফিসার লামিয়া সাইফুলের আদেশক্রমে তাকওয়া ফাউন্ডেশনের ৬জন সদস্য লাশ দাফনে নিয়োজিত হন।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …