
এস আই ইমরান–
লক্ষ্মীপুর সদর উপজেলা দিঘলী ইউনিয়ন দূর্গাপুর গ্রামে নুরুল আমিন (৭০) করোনা উপসর্গ নিয়ব পাঁচ দিন যাবত জ্বর, পাতলা পায়খানা নিয়ে বাসায় ছিলেন গতরাত ১২টায় মৃত্যু বরণ করেন। সবুজ বাংলাদেশ, ইনাফার কাছে ফোন আসলে প্রশাসনের অনুমতি নিয়ে লাশটি দাফন করেন ১৬জুন রোজ মঙ্গলবার দুপুর ১১টায়।
লক্ষ্মীপুর সদর হসপিটাল কর্তৃক করোনা নমূনা সংগ্রহ করা হয় মৃত ব্যক্তির।
লাশটি দাফনে টিম লিডার হিসেবে ছিলেন সবুজ বাংলাদেশ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু, টিমের অন্য সদস্যরা হলেন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামীলীগ সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান পাটওয়ারী, ইনাফার সভাপতি জালাল উদ্দীন রুমি, উপদেষ্ঠা জাকির হোসেন, সহ-সভাপতি তফসির আহম্মেদ, সবুজ বাংলাদেশ সদস্য রাকিব ভূঁইয়া, নজরুল ইসলাম শান্ত মোট ৭জনের টিম এই দাফন কাজটি সম্পূর্ণ করেন। এই ছাড়াও ছিলেন দিপ্ত টিভির জেলা প্রতিনিধি তাপস কুমার সাহা
সবুজ বাংলাদেশ ইনাফা এর আগে করোনায় মৃত চরশাহী দুইজন , দিঘলী এটি সহ তিনজন, মান্দারী ইউনিয়নে একজন মোট ৬টি লাশ দাফন সম্পূর্ণ করেন।
লাশ দাফন টিমকে গাড়ি দিয়ে সহযোগীতা করেন লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগ সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু, এবং নিরাপত্তা সামগ্রী দিয়ে সহযোগীতা করেন লক্ষ্মীপু্র জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামীলীগ সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান পাটওয়ারী।
উক্ত কাজে সফল ভাবে বাস্তবায়ন করায় ধন্যবাদ জানান, জেলা প্রশাসন, পুলিশ সুপার, সিভিল সার্জন, ইসলামী ফাউন্ডেশন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৪ মন্তব্য
Pingback: Pin-Up Casino official site India
Pingback: 1xslots argentina
Pingback: Ulthera ราคา
Pingback: Can I buy marijuana online for mail order?