প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / নাঙ্গলকোট থানার ওসিসহ করোনা আক্রান্ত ৯

নাঙ্গলকোট থানার ওসিসহ করোনা আক্রান্ত ৯

কুমিল্লার নাঙ্গলকোট থানার ওসিসহ গত ২৪ ঘণ্টায় ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অপরদিকে সুস্থ হয়েছেন ৫ জন। এনিয়ে পুরো উপজেলায় ৮৯ জন করোনায় আক্রান্ত হলেন। মৃত্যু বরণ করেন দু’জন। সুস্থ হয়েছেন মোট ৫৩ জন ও চিকিৎসাধীন রয়েছেন ৩৬ জন।

বুধবার বিকেলে করোনা আক্রান্তদের বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

আক্রান্তরা হলেন, অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী ও এক নারী, পৌর সদরের হরিপুর গ্রামের ফরিদ আহমেদ, জসিম উদ্দিন, আবু তাহের, কোদালীয় গ্রামে সোহেল রানা, ঢালুয়া ইউপির পোষাই গ্রামের সামছুল হক, মৌকরা ইউপির খাঁঠাচৌ গ্রামের ফখরুল ইসলাম ও বাংগড্ডা ইউপির ভেড়ি গ্রামের ইউছুফ আলী।

বুধবার বিকেলে উপজেলা স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ডাক্তার দেব দাস দেব এ বিষয়টি নিশ্চিত করেন।তিনি আরও জানান, গত মঙ্গলবার (৯ জুন) স্থানীয় লোকজন মারপথ জানতে পেরে উপজেলা র‌্যাপিড রেসপন্স টিম তার নমুনা সংগ্রহ করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করে। শুক্রবারে তাদের রিপোর্ট পজিটিভ আসে।

এ পর্যন্ত ৮ শত ৪৩ জনের নমুনা সংগ্রহ করেছন উপজেলা স্বাস্থ্য বিভাগ। এখনো পর্যন্ত ৭ শত ৯২ জনের করোনা রিপোর্ট আসে । যার মধ্যে ৫১ জনের রিপোর্ট বাকি রয়েছে। এনিয়ে পুরো উপজেলায় ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন, রিপোর্ট পজিটিভ শুনার পর পর থেকে তিনি হোম কোয়ারেন্টাইনে চলে গেছেন। এদিকে উপজেলার জনসাধারণের কথা চিন্তা করে থানার সকল কার্যক্রম চালু রয়েছে এবং মানুষকে সেবা দেয়ার জন্য ২৪ ঘণ্টা পুলিশ নিয়োজিত রয়েছে।

এছাড়াও চেক করুন

নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন

স্টাফ রির্পোটার: কুমিল্লার নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন ৩০ জুন শুক্রবার দিনব্যাপী নাঙ্গলকোট পৌরসভার জাকের …

২ মন্তব্য

  1. Pingback: UOBilad

  2. Pingback: Ulthera ราคา