প্রচ্ছদ / চট্টগ্রাম বিভাগ / সবুজ বাংলাদেশ ও ইনাফার করোনায় মৃত দশম লাশ দাফন সম্পন্ন

সবুজ বাংলাদেশ ও ইনাফার করোনায় মৃত দশম লাশ দাফন সম্পন্ন

এস আই ইমরান –

লক্ষ্মীপুর সভার ৬নং ওয়ার্ড আনোয়ার হোসেন স্বপন (৫২)বিদ্যুৎ অফিসের স্টাফ করোনা উপসর্গ নিয়ে সদর হসপিটালে ২৩জুন সন্ধ্যা ৭:৩০মারা যান। লাশটি দাফন করা হয় ৪নং ওয়ার্ড। সবুজ বাংলাদেশ ইনাফা লাশটির তথ্য পেয়ে প্রশাসনের অনুমতি পেয়ে দাফন করেন রাত ১:৩০।

সবুজ বাংলাদেশ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুর নেতৃত্বে টিমের বাকি সদস্যরা হলেন সবুজ বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি শাহীন আলম, সদস্য আবু তালেব, নজরুল ইসলাম জুয়েল, বাপ্পি,ইনাফার সভাপতি জালাল উদ্দীন রুমি, উপদেষ্ঠা জাকির হোসেন, সহ-সভাপতি তফসির আহম্মেদ, সদস্য মিজানুর রহমান, প্রমূখ। মোট ৯সদস্যদের টিম দাফন কাজ সম্পূর্ণ করেন। লাশের গোসল, জানাজা, দাফস সব কাজ করেন সংগঠনের টিম।

সেচ্ছাসেবকদের গাড়ি দিয়ে সহযোগীতা করেন লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগ সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু, নিরাপদ সামগ্রী দিয়ে সহযোগীতা করেন লক্ষ্মীপুর জেলা সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পাটওয়ারী। দাফন কাজটি সফল ভাবে সম্পূর্ণ করায় প্রশাসনের সকল কর্মকর্তা টিমের সবাইকে ধন্যবাদ জানান।

টিম লিডার ইসমাইল হোসেন বাবু বলেন এটি আমাদের দশম লাশ দাফন। করোনা কালিন সময়ে ২৪ঘন্টা এই কার্যক্রম চলমান থাকবে আমাদের। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

এছাড়াও চেক করুন

নাঙ্গলকোটে প্রধান শিক্ষককে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি!

মোঃ সাইফুল ইসলাম,নাঙ্গলকোট। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের মদনপুর মিয়া বাড়ির আজিয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান …