প্রচ্ছদ / খুলনা / নড়াইলে ছাত্রদলের উদ্যোগে মাস্ক বিতরণ

নড়াইলে ছাত্রদলের উদ্যোগে মাস্ক বিতরণ

নড়াইল সংবাদদাতা,

নড়াইল জেলা ছাত্রদলের উদ্যোগে পৌরসভার মহিষখোলায় দুই’শত লোকের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। আজ বুধবার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনির নেতৃত্বে এসব মাস্ক বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন নড়াইল জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি খন্দকার মঞ্জুরুল সাইদ বাবু, সহ-সভাপতি মামুন গাজী, সিনি যুগ্ম সম্পাদক সরদার মেহেদী হাসান সবুজ, যুগ্ম সম্পাদক লিটন শেখ, যুগ্ম সম্পাদক তাইবুর ইসলাম, ছাত্রনেতা আরিফ হাসান, আল-আমিন, নাহিদ হাসান পিয়ার, ফরহাদ প্রমুখ।

কর্মসূচির বিষয়ে ছাত্রদল নেতা খন্দকার মাহমুদুল হাসান সনি জানান, নড়াইল শহরে দুইশত লোকের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে এবং কালিয়া ও লোহাগড়া উপজেলায় আরও ৮০০ মাস্ক বিতরণ করা হবে। করোনা মোকাবিলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাঠে ছিল, আছে এবং থাকবে। ইনশাআল্লাহ।

উল্লেখ্য যে, নড়াইলে করোনা ভাইরাস শনাক্তের পর থেকেই জেলা ছাত্রদল নানান কার্যক্রমে সক্রিয় রয়েছে। এরমধ্যে ছিল লকডাউনের সময় সহস্রাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, গত ঈদের সময় ঈদসামগ্রী বিতরণ, জীবাণুনাশক স্প্রে ছিটানো, মাস্ক বিতরণ ইত্যাদি।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …