প্রচ্ছদ / প্রচ্ছদ / ফুলবাড়ীয়ায় আছিম পাটুলী ইউনিয়ন ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

ফুলবাড়ীয়ায় আছিম পাটুলী ইউনিয়ন ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ১২ নং আছিম পাটুলী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।মুজিববর্ষ উপলক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার হোসেনের নির্দেশে ও ১২ নং আছিম পাটুলী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য শাহিনূর ইসলাম রুমেলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রেজ্জাক (দুলাল), ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান সুমন, হবিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জুলহাস উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ দুর্জয়, আহ্বায়ক কমিটির সদস্য গোলাম সামদানী মাসুম, ছাত্রলীগ কর্মী মাহমুদুল হাসান কাউসার, সোহাগ মিয়া, মিনহাজুল আবেদীন নান্নু, আলিম ইকবাল, মেহেদী হাসান হৃদয়, নাহিদ হাসান প্রিন্স সহ আরো অনেকে।

কর্মসূচী বাস্তবায়ন করার বিষয়টি নিশ্চিত করে ১২ নং আছিম পাটুলী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য শাহিনূর ইসলাম রুমেল বলেন, “মুজিববর্ষ উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগ সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছে। আমরা ১২ নং আছিম পাটুলী ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। সেই ধারাবাহিকতায় আজকে আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ করা হয়।”

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …