
এস আই ইমরান –
জাতীয় পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ মুজিববর্ষ উপলক্ষ্যে মানিকগঞ্জ জেলায় বৃক্ষরোপণ উদ্ভোধন করেন।
১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত মাসব্যাপী এই কার্যক্রম চলমান থাকবে। ১ জুলাই দুপুর ৪:০০ টার সময় মানিকগঞ্জ জেলা বিভিন্ন স্থানে বৃক্ষরোপণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্ভোধন করেন সবুজ বাংলাদেশ মানিকগঞ্জ জেলা ।
কর্মসূচি উদ্বোধন করেন আহবায়ক কাজী নাজমুল ইসলাম, সদস্য সচিব মাসুদ রানা, যুগ্ম আহবায়ক সাকিব খাঁন, ফিরোজ খাঁন, সিফাত আহমেদ, কাজী মাজহারুল ইসলাম অভি, সুব্রত, সজিব এবং এলাকার কিছু মুরুব্বিগন
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে চকরিয়া উপজেলা সবুজ বাংলাদেশ সরকারের পাশাপাশি বেসরকারি ভাবে চারাগাছ রোপণের উদ্যোগ গ্রহণ করেন। প্রাকৃতিক পরিবেশ এবং প্রাকৃতিক দূর্যোগ থেকে বাংলাদেশ কে রক্ষা করতে তাদের এই মহতি কাজ। তাদের বিশ্বাস যদি বৃক্ষরোপণ করে পরিবেশ ঠিক রাখা যায় তাহলে আমাদের বাংলাদেশ ভালো থাকবে।
”সবুজ বাংলাদেশ”
একটি সেচ্ছাসেবী, পরিবেশ ও কৃষি উন্নয়ন ভিত্তিক সংগঠন। কেন্দ্রীয় কমিটি ঘোষিত সারা বাংলাদেশে ১ মাস ব্যাপি ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা অনুযায়ী ”সবুজ বাংলাদেশ” মানিকগঞ্জ জেলা কমিটি আজ ১ম দিনে মানিকগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ২০০ চারা গাছ রোপণ করে শুভ উদ্ভোদন করেন । এ কর্মসূচি পুরো একমাস চলবে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৪ মন্তব্য
Pingback: clothing manufacturer
Pingback: ฉันเห็นเลขอายุไข เต็มเรื่อง ฟรี
Pingback: เทปใส
Pingback: โบลเวอร์ kruger