নিজস্ব প্রতিবেদক:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান ও এক ছাত্রীর আপত্তিকর মোবাইল কথোপকথন ফেসবুকে ভাইরাল হয়েছে। ১৪ মিনিট ২৮ সেকেন্ড এবং ৯ মিনিট ২৪ সেকেন্ডের দুইটি অডিওতে ঐ শিক্ষক এক ছাত্রীর সাথে ফোনে দৈহিক সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে অশ্লীল বাকভঙ্গি করেছেন। গত মঙ্গলবার এ অডিও ফাঁস হলে সমালোচনার ঝড় উঠেছে।
এ ঘটনায় শিক্ষক ও ছাত্রীর এমন অশ্লীল কথোপকথনে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও ছাত্রী শিক্ষক সম্পর্কের পবিত্রতা নষ্ট হওয়ার অভিযোগে ওই শিক্ষককে টিএসসিসির পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলাবিধি মোতাবেক তার বিরুদ্ধে কেন চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে না তা পত্র প্রাপ্তির সাত দিনের মধ্যে কারণ দর্শানোর অনুরোধ করা হয়েছে।
শুক্রবার (৩ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায় এ ঘটনায় আইন অনুষদের ডীন অধ্যাপক হালিমা খাতুনকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্য হলেন, দেশরত্ন শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শেলীনা নাসরিন ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৯ মন্তব্য
Pingback: เน็ตบ้าน ais
Pingback: magic mushroom near me
Pingback: av
Pingback: av ซับไทย
Pingback: Mail2Tor new onion address
Pingback: click here for more
Pingback: Sweet Bonanza slot
Pingback: QKA Wine vodka cao cấp
Pingback: บริษัทรับสร้างบ้าน