ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়কে গ্রীন ক্যাম্পাস তৈরি করার লক্ষ্যে দেশরত্ন শেখ হাসিনা হলের পক্ষ থেকে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
এ কর্মসূচির আওতায় ক্রিসমাস ট্রি, ফায়ার বল, চেরী বিভিন্ন রংয়ের, গোলাপ, গন্ধরাজ, মন্দিরা ঝাউ, বাগান বিলাস, শিউলী, কামিনীসহ বিভিন্ন প্রজাতের ফুলের চারা রোপন করা হবে।
শনিবার (১১ জুলাই) সকালে দেশরত্ন শেখ হাসিনা হল চত্বরে এ বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা, ক্যাম্পাস সৌন্দর্য বর্ধন কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ জাকারিয়া রহমান, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, দেশরত্ন শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শেলীনা নাসরিন, অতিরিক্ত রেজিস্ট্রার (ভারঃ) ড. নওয়াব আলী খানসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: Christian Devotional
Pingback: สิว
Pingback: Go X platform
Pingback: จำนำรถ
Pingback: เน็ตบ้าน ais