ঈদে প্রকাশ পাবে সাইমা সাদিয়ার নতুন বই
“আলোকিত শত ছড়ার সমাহার”
সাজেদুর আবেদীন শান্তঃ
বইটি সম্পর্কে সাজেদুর আবেদীন শান্ত কে বলেন “বইটি নিয়ে আমি বেশ আশাবাদী। একজন আদর্শ মানুষ হয়ে সমাজে বসবাস করতে আমাদের মাঝে যে গুণাবালী গুলো থাকা দরকার, বইটিতে ছন্দের তালে তালে অতিব সুন্দর করে তাই তুলে ধরা হয়েছে।
আশাকরি ছড়াগুলো সবার মন ছুয়ে যাবে এবং সবাই ছন্দের তালে তালে নতুন কিছু শিখতে পারবে।
বই: আলোকিত শত ছড়ার সমাহার
ধরণ: ছড়াগ্রন্থ
ছড়াকর: সাইমা সাদিয়া
প্রকাশনায়: নোটবুক প্রকাশ
প্রকাশক: মোঃ আনোয়ার হোসেন
প্রচ্ছদ : Shanjida Swarna
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: th39
Pingback: บริษัทรับสร้างบ้านเชียงใหม่
Pingback: OligioX
Pingback: 123bet
Pingback: จำนำรถ