শরীফ উদ্দীন ভূঁইয়া (সিএন নিউজ নিজস্ব প্রতিনিধি)
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দিগন্তের আলো ফাউন্ডেশন আর্থিক সহযোগিতা দিলেন প্রতিবন্ধী পরিবারকে, ৭ মার্চ সাহারা টেলিভিশনের যৌথ উদ্যোগে প্রতিবন্ধী সেবা সাহায্য কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজের অধ্যাপক আবু বক্কর সিদ্দিক শ্যামল, উক্ত সভায় সভাপতিত্ব করেন দিগন্তের আলো ফাউন্ডেশনের সদস্য এবং সাহারা টেলিভিশনের রিপোর্টার জনাব মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন লালমনিরহাটের প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক এবং সদস্যরা, আরো উপস্থিত ছিলেন সমাজের নেতৃবৃন্দ, , বিশেষ অতিথি, আয়োজকমন্ডলী সহ অত্র এলাকার জনসাধারণ এবং প্রতিবন্ধী বক্তারা দিগন্তের আলো ফাউন্ডেশনের বিভিন্ন আত্মমানবতার কাজের বিষয়ে আলোচনা করেন ।

আপনারা জানেন (আর্তমানবতার সেবাই আমাদের অঙ্গীকার) শ্লোগানকে সামনে রেখে এই সংগঠনটি মূলত: অসহায় দু:স্থ ও প্রতিবন্ধী মানুষের পাশে থেকে কল্যাণমূলক কাজ করে যাচ্ছে। আপনারা আরও জেনে খুশি হবেন যে, সমাজের বিভিন্ন স্তরের যেমন, শিক্ষাবৃত্তি, স্যানেটারী টয়লেট, পানির কল, এতিমদের সহযোগিতা, শীতবস্ত্র বিতরণ, বয়স্কভাতা, অসহায় মানুষদের চিকিৎসা সেবা ইত্যাদি কার্যক্রমও সম্পাদন করে থাকে। সর্বশেষে, এলাকার বিত্তশালীদের প্রতি বিনীত আহ্বান, আমাদের দিগন্তের আলো ফাউন্ডেশন তথা বিভিন্ন সামাজিক সেবামূলক সংগঠনগুলোর পাশে থেকে সমাজে এমন মহতি কাজ করার উদ্যোগ নেন। তবেই হয়তো এই সমাজের অসহায় প্রতিবন্ধীদের মুখে দু-মুঠো ভাত সহ অন্যান্য চাহিদা মিটিয়ে তাদের মুখে হাসি ফোঁটাতে সক্ষম হবেন। সবাইকে সালাম জানিয়ে শেষ করছি।
বিশেষ অবদানে যারা ছিলেন ফাউন্ডেশন এর চেয়ারম্যান সেহেলী খান রত্না ও উপদেষ্টা সাহারা টেলিভিশন, এবং দিগন্তের আলো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং সাহারা টেলিভিশনের প্রধান উপদেষ্টা আশ্রাফ আলীম, এবং সম্মানিত উপদেষ্টা জনাব নূর মোহাম্মদ নূর, এবং সাহারা টেলিভিশনের ম্যানেজিং ডাইরেক্টর জনাব জসিম উদ্দিন, এবং পচার বিভাগীয় প্রধান জনাব আব্দুস সাত্তার, পরিচালক ব্যবস্থাপনা এবং উপস্থাপক জনাব এবিএস রাব্বি, এবং সাহারা টেলিভিশনের স্টাফ রিপোর্টার জনাব খন্দকার রাব্বি, এবং বাহার উদ্দিন বকুল প্রমুখ
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৭ মন্তব্য
Pingback: how long do shrooms take to kick in
Pingback: Booster Pump
Pingback: ขายพาเลทพลาสติก
Pingback: Go X scooters
Pingback: รักหวย100
Pingback: bilad Alrafidain uni
Pingback: clothing manufacturer