মমহৃদয় কাঁদে
—আল্ আমিন শাহেদ
দুর আকাশে ধ্রুবতারা
চোখে পড়ে সদায়,
এক দৃষ্টি চেয়ে থাকি
দুঃখ হারায় অভায়।
মনের দুখে ভাল সেজে
ঘুরে বেড়াই বেলা,
সন্ধ্যা বেলা সুখের নীড়
দুঃখে ভেলার মেলা।
মনের মাঝে দুঃখ আমি
দিবো আর কত?
সুখের নায়ক সেজে আমি
কষ্ট কত সইবো?
সুখ পাখি আজ হারিয়ে গেছে
ঐ যে বৃন্দাবন,
সুখ দুঃখ মিলিয়ে ধরায়
হাসিঁ কান্দার মেলায়।
সুখের মাঝে দুঃখ আছে
মমহৃদয় কাদে!
হাসির রোল পড়ে তখন
স্মৃতির বেলায় কাদে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৩ মন্তব্য
Pingback: รถพยาบาล
Pingback: จอสัมผัสอัจฉริยะ
Pingback: พรมรถยนต์