
আব্দুর রাজ্জাক (বিশেষ প্রতিনিধি)
কুমিল্লার লাকসামের সাড়া জাগানো সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন’ যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধন সনদ অর্জন করেছে। বুধবার (১৫ জুলাই) যুব উন্নয়ন অধিদপ্তরের কুমিল্লা জেলা উপ-পরিচালক প্রজেষ কুমার সাহা সংগঠনের সভাপতি মো. ফয়সাল হোসেন বাপ্পির হাতে নিবন্ধন সনদ তুলে দেন।
জানা যায়, প্রতিষ্ঠার মাত্র তিনবছরে ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গনাইজেশনের স্বেচ্ছাসেবীরা বিনামূল্যে মুমুর্ষ রোগীদের প্রায় ৫ হাজার ব্যাগ রক্তদান; অর্ধশত ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে ৩০হাজার মানুষের রক্তের গ্রুপ নির্ণয়; শতাধিক স্কুল, মাদ্রাসা এবং কলেজে একযোগে মাদকের বিরুদ্ধে গণস্বাক্ষর, অর্ধশত স্কুল ও মাদ্রাসার অংশগ্রহনে জনসচেতনতামুলক ‘বিতর্ক উৎসব’; পথশিশুদের জন্য শিক্ষা; অসহায়-দুঃখী মানুষের পাশে দাঁড়ানো; শীতবস্ত্র-ঈদবস্ত্র বিতরণ; বৃক্ষরোপণ কর্মসূচি; অভিনব সেলুন লাইব্রেরি গঠন; শহর পরিচ্ছন্নতা কর্মসূচি; মাছের পোনা অবমুক্তকরণ; দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানসহ নানা সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম; বন্যাদুর্গত মানুষের পাশে ত্রাণ নিয়ে দাঁড়ানো; করোনা দূর্যোগে টেলিমেডিসিন সেবা; গরীব, অসহায়দের মধ্যে খাদ্য, ইফতার, ঈদ সামগ্রী বিতরণ, রোজা রেখে হতদরিদ্র কৃষকদের ধান কেটে দেয়া; হারিয়ে যাওয়া ব্যক্তিদের পরিবারের কাছে পৌঁছে দেয়াসহ বিভিন্ন সামাজিক-স্বেচ্ছাসেবী কর্মকান্ডে আশা জাগিয়েছে ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গনাইজেশন। করোনাকালীন বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করতে গিয়ে সংগঠনের ৫ জন সদস্য ইতোমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সামাজিক, স্বেচ্ছাসেবী এ সংগঠনটি তাদের মানবিক কার্যক্রমের জন্য ইতোমধ্যে সমাজসেবা অধিদপ্তরের অধীনে সরকারি নিবন্ধন লাভ করেন। ২০১৯ সালের ২৬ জুলাই সংগঠনের প্রধান উপদেষ্টা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি হাত থেকে সভাপতি মো. ফয়সাল হোসেন বাপ্পী সনদ গ্রহণ করেন।
সাম্প্রতিক সংগঠনের দায়িত্বশীলরা সামাজিক, স্বেচ্ছাসেবী কর্মকান্ডের পাশাপাশি যুব কার্যক্রম পরিচালনা জন্য যুব উন্নয়ন অধিদপ্তরে নিবন্ধনের জন্য আবেদন করেন। অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অত্যন্ত নিবিড়ভাবে সংগঠনের কার্যক্রম পর্যবেক্ষণ করে নিবন্ধন সনদ প্রদানের সিদ্ধান্ত নেয়। বুধবার (১৫ জুলাই) যুব উন্নয়ন অধিদপ্তরের কুমিল্লা জেলা উপ-পরিচালক প্রজেষ কুমার সাহা সংগঠনের সভাপতি মো. ফয়সাল হোসেন বাপ্পির হাতে নিবন্ধন সনদ তুলে দেন। এ সময় নিজ নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, সচিব মোঃ আখতার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আখতারুজ্জামান খান কবির সহ অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। সনদ প্রদানকালে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ ইসহাক, ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক জহিরুল কাইয়ুম অনিক, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুজন উপস্থিত ছিলেন। ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের সভাপতি মো. ফয়সাল হোসেন বাপ্পী এক প্রতিক্রিয়ায় বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধন সনদ অর্জনের মাধ্যমে যুব কার্যক্রম পরিচালনার সুযোগ অর্জিত হলো। যুব সম্প্রদায়কে মেধা, মননে দেশের সম্পদে পরিণত করার পাশাপাশি মানবিক মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আমরা কাজ করে যাব।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৮ মন্তব্য
Pingback: checkslip
Pingback: จดแจ้ง อย ออนไลน์
Pingback: รับดูแลผู้ป่วย
Pingback: แบบบ้านหรู
Pingback: พรมปูพื้นรถยนต์
Pingback: คลินิกความงามใกล้ฉัน
Pingback: Ulthera
Pingback: silicone doll of mikasa ackerman