প্রচ্ছদ / খুলনা / যশোর-চুকনগর রোডে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১

যশোর-চুকনগর রোডে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১

মোঃ হাসিবুর রহমান, যশোর প্রতিনিধিঃ

সড়ক দুর্ঘটনা যেন বর্তমান নিত্যকার ঘটনা। আজ যশোর – চুকনগর রোডের রামনগর ইউনিয়ন এর কামালপুর জামে মসজিদ মোড়ে বেলা সাড়ে তিনটার দিকে মনিরামপুর থেকে ধেয়ে আসা যশোরগামী ট্রাক এবং যশোর থেকে মনিরামপুর-কেশবপুরগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ ঘটনায় গুরুতর আহত ট্রাক ড্রাইভার কে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও আরও কয়েকজন বাসযাত্রী আহত হয়েছে তবে কেউ গুরুতর আহত হয়নি। এলাকাবাসীর মাধ্যমে জানা যায় এই মোড়ে মাঝে মাঝেই এমন দূর্ঘটনা ঘটে থাকে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …