প্রচ্ছদ / ক্যাম্পাস / ইবিতে ১২০০ অ্যারাবিয়ান খেজুর গাছের চারা রোপন কর্মসূচি

ইবিতে ১২০০ অ্যারাবিয়ান খেজুর গাছের চারা রোপন কর্মসূচি

ইবি প্রতিনিধি :
মুজিববর্ষ উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অ্যারাবিয়ান খেজুর গাছের চারা রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি প্রকল্পের অধীনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে এ অ্যারাবিয়ান খেজুরের চারা উৎপাদন করা হয়। এ বিভাগের তত্বাবধানে ও ক্যাম্পাস সৌন্দর্য বর্ধন কমিটির সহযোগিতায় ক্যাম্পাসে ১২০০ অ্যারাবিয়ান খেজুর গাছের চারা রোপন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। মঙ্গলবার ডরমেটরী চত্বরে এসব গাছের চারা রোপন করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাম্পাস সৌন্দর্য বর্ধন কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ জাকারিয়া রহমান, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, প্রফেসর ড. নিলুফা আক্তার বানু, ড. মোঃ আবু হেনা মোস্তাফা জামাল, ড. মোঃ মফিজুর রহমান, ড. মোঃ রকিবুল ইসলাম, ড. সুধাংশু কুমার বিশ্বাস ও ড. মোঃ আজিজুল ইসলাম।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …