প্রচ্ছদ / অর্থনীতি / নাঙ্গলকোটের হেসাখালে ঈদ উল আযহা উপলক্ষে বন্যায় ক্ষতিগ্রস্ত ১২৯৫ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

নাঙ্গলকোটের হেসাখালে ঈদ উল আযহা উপলক্ষে বন্যায় ক্ষতিগ্রস্ত ১২৯৫ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

 

শামীমুর রহমান:-

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নে আজ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বন্যাক্রান্ত ও দুর্যোক্রান্তদের মাঝে ভিজিএফ এর বিনামূল্য চাল বিতরন করা হয়।পুরো ইউনিয়নে ১২৯৫ পরিবারের মাঝে এই ভিজিএফ চাল বিতরন করা হয়। প্রত্যেক পরিবারকে ১০ কেজী করে বিনামূল্য চাল বিতরন করা হয়।

এসময় বিতরন কার্যক্রম উদ্ভোধন করেন হেসাখাল ইউপি চেয়ারম্যান জালাল আহাম্মদ ভূঁইয়া, উপজেলা সমবায় অফিসার মোঃ কেফায়েত উল্লাহ্ খান,হেসাখাল ইউনিয়ন আওয়ামীলিগের সভাপতি মাষ্টার আব্দুল বাতেন, ইউপি সদস্য জালাল আহম্মদ ভূইঁয়া, ইউনূছ ফরহাদ, সংরক্ষিত মহিলা সদস্য ফেরদৌসি বেগম, উপজেলা ছাত্রলীগের ছাত্র বিষয়ক সম্পাদক সালেহ্ উদ্দিন, অফিস সহকারী সুমন হোসেন সহ প্রমুখ। সকাল ১১ টা হতে বিতরন শুরু হয়ে বিকাল পর্যন্ত চলে এই কার্যক্রম।

এছাড়াও চেক করুন

প্রথম ব্যক্তি হিসেবে বঙ্গবন্ধু টানেলে টোল দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে প্রথম ব্যক্তি হিসেবে টোল দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা …

৫ মন্তব্য

  1. Pingback: 1xbet app

  2. Pingback: ฆอ

  3. Pingback: Book of Ra online

  4. Pingback: ปั้มไลค์

  5. Pingback: yarmok