বানভাসির আকুতি
আফজাল হোসাইন মিয়াজী
কলকল রব তুলে নদীর
আছড়ে পড়ে ঢেউ,
চলছে তারি ভাঙ্গন খেলা
চারপাশে নাই কেউ।
ঘর বাড়ী সব ভেঙ্গে চুরে
করছে মেচাকার,
বাগান বাড়ী সবকিছুকে
ভেঙ্গে একাকার।
মাথার উপর শূণ্য আকাশ
ভরা অথই জল,
গাছ আমার আশ্রয় এখন
চোখে পানির ঢল।
এমন জীবন হয় না যেনো
অন্য কারো আর,
ভাঙ্গা গড়ার খেলায় মজি
জীবন হাহাকার!
কোথা আছো দেশপ্রেমীরা
হাত বাড়িয়ে দাও,
মাথা গোঁজার ঠাঁই দিয়ে;
আশ্রয়ে নিয়ে যাও।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
১০ মন্তব্য
Pingback: Wegovy for weight loss for sale usa
Pingback: vegasnow online casino
Pingback: miami vacation ideas
Pingback: monixbet registratie
Pingback: hot pressing machine
Pingback: recommended you read
Pingback: Sweet Bonanza
Pingback: จำนำรถกรุงเทพ
Pingback: ตรายางออนไลน์
Pingback: cash eruption alot