প্রচ্ছদ / শিক্ষাঙ্গন / আফজাল হোসাইন মিয়াজীর কবিতা বানভাসির আকুতি!

আফজাল হোসাইন মিয়াজীর কবিতা বানভাসির আকুতি!

বানভাসির আকুতি
আফজাল হোসাইন মিয়াজী

কলকল রব তুলে নদীর
আছড়ে পড়ে ঢেউ,
চলছে তারি ভাঙ্গন খেলা
চারপাশে নাই কেউ।

ঘর বাড়ী সব ভেঙ্গে চুরে
করছে মেচাকার,
বাগান বাড়ী সবকিছুকে
ভেঙ্গে একাকার।

মাথার উপর শূণ্য আকাশ
ভরা অথই জল,
গাছ আমার আশ্রয় এখন
চোখে পানির ঢল।

এমন জীবন হয় না যেনো
অন্য কারো আর,
ভাঙ্গা গড়ার খেলায় মজি
জীবন হাহাকার!

কোথা আছো দেশপ্রেমীরা
হাত বাড়িয়ে দাও,
মাথা গোঁজার ঠাঁই দিয়ে;
আশ্রয়ে নিয়ে যাও।

এছাড়াও চেক করুন

পরীক্ষার্থীদের মাঝে জোড্ডা পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের মাক্স-স্যানিটাইজার বিতরন

সিএন নিউজ নিজস্ব প্রতিবেদকঃ সারা বাংলাদেশে আজ (১৪ নভেম্বর) এসএসসি/দাখিল/সমমান পরিক্ষা অনুষ্ঠিত হয়। এদিন করোনার …