প্রচ্ছদ / খুলনা / নড়াইলে সেচ্ছাসেবকদল সভাপতি বাবুর মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল

নড়াইলে সেচ্ছাসেবকদল সভাপতি বাবুর মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল

মোঃ মিনহাজুল ইসলাম,
নিজস্ব প্রতিবেদক।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সভাপতি সদ্য প্রয়াত শফিউল বারী বাবুর অাত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, নড়াইল জেলা শাখা। বৃহস্পতিবার নড়াইল পৌরসভার মহিষখোলায় বিকাল সাড়ে পাঁচটায় উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মনিরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন নড়াইল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি, সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল সাঈদ বাবু, সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক সবুজ সরদার, সাংগঠনিক সম্পাদক রুবাইয়াৎ তুরশেদ শাথীল, যুগ্ম-সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ তাইবুল হাসান সহ যুবদল, কৃষক দল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল ও বিএনপি নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু গত ২৮ জুলাই চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী বাবু জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

২ মন্তব্য