
এস আই ইমরান –
নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের পদুয়ার পাড়া বয়েস ক্লাব কর্তৃক ঈদুল আযহা উপলক্ষে ৩০ টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

আজ শুক্রবার বাদ আসর পদুয়ার পাড়ার গরিব দুঃস্থদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এর পূর্বে ও ঈদুল ফিতরে ৪০ টি পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করেন পদুয়ার পাড় বয়েস ক্লাব।
এসময় উপস্থিত ছিলেন পদুয়ার পাড় বয়েস ক্লাবের সম্মানিত উপদেষ্টা জনাব আবদুল মালেক। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব মজিবুর রহমান,সাউথ আফ্রিকা প্রবাসী মোঃ জোবায়ের আহমেদ বয়েস ক্লাবের সভাপতি কামরুজ্জামান সুমন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন,
সদস্য-রাজিব, লিটন, রাহাত,সাকিব,মনির,আমান।

এসময় বয়েস ক্লাবের সভাপতি কামরুজ্জামান সুমন বলেন, আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি গত ঈদুল ফিতরে আমরা ঈদ উপহার দিয়েছি এবার ও ঈদুল আযহা উপলক্ষে আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি এবং ভবিষ্যতে এই সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৬ মন্তব্য
Pingback: บริการโลจิสติกส์
Pingback: หวยออนไลน์
Pingback: Fruit Cash
Pingback: สติกเกอร์ติดกล่องอาหาร
Pingback: Alexander Debelov
Pingback: buy pellets in bulk