
গাজী মোহাম্মদ উল্লাহ ফরহাদ।
স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে কী পড়ে যাবো সেটা নিয়ে চিন্তা করতে করতে বাবা’র একটি শার্ট আমার চোখে পড়ে।
শার্ট আমার পছন্দ হয়েছে, মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল বাবা’র শার্ট পড়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে গেলে মন্দ কী ?
আমার পাশে আমার মা বসে ছিলো, মাকে বললাম…..
— আচ্ছা মা আমি যদি বাবা’র ঐ শার্ট ( আঙুল দিয়ে ইশারা করে দেখালাম ) পড়ে কালকে সাংস্কৃতিক অনুষ্ঠানে যাই কেমন হবে ?
— দূর , তোর বাবা’র শার্ট তো ছেঁড়া । তোর মামা’র বাড়ি থেকে যে
শার্ট – পেন্ট দিয়েছে সেটা পড়ে যাইচ।
— কোথায় ছেঁড়া ? এখান থেকে তো কত ভালোই দেখাচ্ছে ।
—- তোর বকবক শুনতে ভালো লাগছে না।
এই কথা বলে মা উঠে চলে গেলো পাশের বাড়িতে।
এই সুযোগে আমি উঠে গিয়ে বাবা’র শার্ট হাতে নিয়ে দেখলাম, এরপর গাঁয়ে দিয়ে দেখলাম । শার্ট তো ভালোই আছে ! শার্টের গুতাম লাগাতে গিয়ে দেখি উপরের ১ টা গুতাম নেই, শার্টের হাতাটা যখন ছোট করতেছি ঠিক দেখলাম বগলের নিচে ছেঁড়া ।
আহ্ এত সুন্দর শার্টের এই অবস্থা কেনো ?
যাইহোক শার্ট টা টান দিতে গিয়ে দেখলাম দুইপাশের একপাশেও ছেঁড়া, ঠিক যেনো পাঞ্জাবির পকেটের মতো।
অজান্তে চোখ দিয়ে ২ ফোঁটা চোখের জল গড়িয়ে পড়লো । আমাদের জন্য এত কিছু করে যাচ্ছে নিজের জন্য বুঝি একটা শার্ট ও কিনতে পারে না আমার বাবা ?
পরেরদিন স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানে মামা’র দেওয়া পেন্ট – শার্ট পড়ে উপস্থিত হয়েছি।
স্কুল জীবন ২ বছর আগে শেষ দিয়েছি। এখন বর্তমানে সৌদি আরবে আছি । আজকে দুপুরে যখন বাবা’কে ভিডিও কল দি তখন এই শার্ট পড়া অবস্থায় বাবা’কে দেখতে পাই।
আমাদের শার্ট গুলো মাস শেষে পুরাতন হয়ে যায়, বাবা’দের শার্ট গুলো বছর বছর কীভাবে টিকে থাকে সেটা নিয়ে ভেবে যাচ্ছি ।
লেখক ; সৌদি আরব প্রবাসী ।
gaziforhad.gf@gmail.com
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৮ মন্তব্য
Pingback: เว็บปั้มไลค์ ราคาถูก
Pingback: Lsm99bet เว็บพนัน แทงบอลขั้นต่ำ 20 บาท ที่ดีที่สุด
Pingback: bonus code
Pingback: อ่านมันฮวา
Pingback: ที่ปรึกษา ขอ อย
Pingback: bio ethanol corner fireplace
Pingback: 悅刻
Pingback: Buy 300mg Mdma Capsules Online