আফজাল হোসাইন মিয়াজী।
কুমিল্লার নাঙ্গলকোটে ‘চেহরিয়া রক্তিম সূর্য সংঘের’ ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আফজাল হোসাইন মিয়াজীর পরিচালনায় সভাপতিমণ্ডলীর সদস্য প্রাক্তন সভাপতি সফি উল্লাহ হানিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপদেষ্টা জনাব দেলোয়ার হোসেন,জনাব মাঈনুদ্দিন মঞ্জু,বিশিষ্ট ছাত্রনেতা জনাব অলি উল্লাহ,প্রাক্তন সভাপতি মোঃ মুহসিন।
আলোচনা সভা শেষে সাংবিধানিক ৭ নং ধারা অনুযায়ী সভাপতি মণ্ডলী ও উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ ২০২০-২০২২ ইং সালের জন্য এই কমিটি মনোনীত করেন।
সভাপতি মনোনীত হয় ঢাকা বিশ্ববিদ্যালেয়র কৃতি শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সোলাইমান সবুজ। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থী তারিক হাসান শাওন। এছাড়াও সিনিয়র সহ সভাপতি সরওয়ার আলম, সহ -সভাপতি নাছির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে যথাক্রমে জাকারিয়া পরাগ, শামছুল আরেফীন,আবু নোমান কে মনোনীত করা হয়।
সাংগঠনিক সম্পাদক- ইঞ্জিয়ার নিজাম উদ্দিন বাবলু, সহ সাংগঠনিক সম্পাদক -ফয়সাল আহমেদ হৃদয় ওআব্দুল্লাহ আল কাফি হিমু। এছাড়াও অন্যান্য পদসহ মোট ৩৫ সদস্য কমিটি গঠন করা হয়।
এতে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক কর্মকর্তা জনাব সাইফুর রহমান ও সমাজ সেবক খলিলুর রহমান প্রমুখ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৬ মন্তব্য
Pingback: brians club
Pingback: checkslip
Pingback: Bassetti Tagesdecken reduziert
Pingback: รับจด อย
Pingback: vg98
Pingback: บาคาร่าเกาหลี