আল্ আমিন শাহেদ- হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়।
আজ বুধবার সকাল ১০:৩০ টায় উপজেলা মিলনায়তনে উপজেলার আইন শৃঙ্খলা, ইয়াবা, বাল্যবিবাহ, অবৈধ মাটির ট্রেজিং সহ সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপন দে সকলের সাথে পরিচিত হন এবং সকল সাংবাদিকদের মক্তব্যের জবাবে বলেন, আপনাদের সাংবাদিকদের তথ্য ও পরিশ্রমের কারনে সমাজে খারাপ কাজ কম হচ্ছে, তিনি বলেন হোমনার- বাঞ্ছারামপুর ও মুরাদনগর এর সংযোগস্থল Y- আকৃতি শেখ হাসিনা ব্রীজ ব্যবহৃত হয় বিধায় তিন উপজেলার নির্বাহী কর্মকর্তাদের সাথে কথা বলে কঠোর ভাবে তা দমন করা হবে। আরেক প্রশ্নের জবাবে বলেন হোমনা উপজেলা আমার ও উপজেলা। এই উপজেলায় কোন দূনীতি হতে দেয়া যাবে না আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করে যাব আর এই উপজেলয়া একটি শিশুপার্ক থাকলে বাচ্চাদের খেলাধুলা করতে পারত। শিক্ষকদের অনলাইনে ক্লাস ও ক্যাবল টিভিতে তা সস্প্রচার করা হচ্ছে। নিবার্হী কর্মকর্তা সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, হোমনা প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর হোমনা প্রতিনিধি আব্দুল হক সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন, থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃহানিফ খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃসৈয়দ আনোয়ার, হোমনা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ সেলিম সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম ভূঁইয়া, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃআইয়ুব আলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার আহমেদ, সদস্য মোঃ আল্ আমিন শাহেদ, উপজেলা প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃমোরশিদ আলম, কবি দেলোয়ার ও মো. মইনুল ইসলাম মিশুক।
এসময় আরো উপস্হিত ছিলেন, বাঞ্ছারামপুর বার্তা সম্পাদক মনিরুজ্জামান পামেন, দৈনিক সমকাল আমজাদ হোসেন সজল, দৈনিক ভোরের ডাক ও যায়যায়কাল মোঃ নাছির উদ্দিন, ৭১ টিভি বাহারুল ইসলাম, দৈনিক আলোকিত সকাল মোঃতপন সরকার, দৈনিক শ্রমিক সোনিয়া আফরিন ও উপজেলার কর্মরত সকল সাংবাদিকবৃন্দ ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
২ মন্তব্য
Pingback: ข่าวสารฟุตบอล
Pingback: mawinbet